পঞ্চগড়ে চিকিৎসকের অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক ও সহযোগীদের অবহেলায় ইয়াসমিন আখতার (২০) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
ইয়াসমিন আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবাড়া গ্রামের মো. শিশিরের স্ত্রী। এ ঘটনায় রোগীর স্বজনরা চিকিৎসক ও কর্তব্যরত ওয়ার্ডবয়দের ওপর চড়াও হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও সহযোগীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন ওই নারীর স্বামী শিশির।
লিখিত অভিযোগে শিশির জানান, স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে গত বৃহস্পতিবার তাঁর স্ত্রীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন স্বাভাবিক প্রসবের মাধ্যমে তাঁদের মেয়েসন্তানের জন্ম হয়। কিন্তু প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলেও কর্তব্যরত চিকিৎসকরা তাঁর স্ত্রীর প্রতি তেমন গুরুত্ব দেননি। তাঁরা প্রয়োজনীয় চিকিৎসাও দেননি। রোববার রক্তক্ষরণের মাত্রা বেড়ে গেলে নার্স ও চিকিৎসকদের বারবার রোগী দেখার অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা রোগীর কোনো খোঁজ নেননি। চিকিৎসা ছাড়াই অবশেষে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত্যু হয় ইয়াসমিনের।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. পীতাম্বর রায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।