নীলফামারীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নীলফামারীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলার কিশোরগঞ্জ উপজেলার হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি হলো গ্রামের মোশারফ হোসনের মেয়ে মুকমিনা খাতুন (১০) ও একই এলাকার আসাদুল ইসলামের মেয়ে রাজে খাতুন (০৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীপাড়া গ্রামের দুই প্রতিবেশী মোশারফ হোসনের ও আসাদুল ইসলাম। তাঁদের মেয়ে মুকমিনা খাতুন ও রাজে খাতুন একসঙ্গে ঘুরে বেড়াত। বুধবার বিকেলে খেলতে গিয়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। অবশেষে সন্ধ্যার পর পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। এলাকাবাসী শিশু দুটির লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ না থাকায় শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।