বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গা তরুণকে হত্যা!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/10/19/photo-1508357243.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে নূর আহমদ (২৭) নামের এক রোহিঙ্গা তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রেজু সীমান্তের ৪২ নম্বর পিলার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নূর আহমদ মিয়ানমারের রাখাইন রাজ্যের নেনসি এলাকার নবী হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্তের ৪২ নম্বর পিলার এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসার সময় মিয়ানমারের সেনা সদস্যারা নূর আহমদের দিকে গুলি ছোঁড়ে। এতে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর লাশ কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশে আশ্রয় নেওয়া নেনসি এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নূর হোসেন জানান, নিহত নূর আহমদের লাশ হাতিপাড়া এলাকা থেকে কয়েকজন রোহিঙ্গা বাংলাদেশে নিয়ে আসে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপি সদস্য বাবুল ত্রিপুরা জানান, বুধবার সন্ধ্যায় লাশটি রেজু আমতলি সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরে গাড়িতে করে রোহিঙ্গারা কুতুপালংয়ে নিয়ে যায়।