ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় তিন ঘণ্টা পর ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়।
আজ বৃহ্স্পতিবার দুপুর ১টার দিকে কসবা রেলস্টেশন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
রেলওয়ের আখাউড়া উপবিভাগীয় প্রকৌশলী মো. মহসিন এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যূত বগিটি উদ্ধার করার পর বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে।