বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার দুপুর থেকে মোংলাসহ আশপাশের সুন্দরবন উপকূলীয় এলাকার ওপর দিয়ে বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে অবস্থানরত সব দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ বলেন, তিন নম্বর সংকেত জারি ও দুর্যোগের কারণে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে জাহাজের কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি কর্তৃপক্ষের নির্দেশনা থাকে। ফলে নির্দেশনা অনুযায়ী কেউ কেউ কাজ সম্পূর্ণ বন্ধ রাখেন। তবে কেউ কেউ স্বল্প পরিসরে চালু রাখেন। তবে এতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়ে থাকে।
এদিকে, লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।