রূপসা নদীতে নিখোঁজ ঢাবির ছাত্র

খুলনার রূপসা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন খালিদ হাসান (১৯) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ট্রলার থেকে পড়ে তিনি নিখোঁজ হন। ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তাঁকে উদ্ধার করা যায়নি।
খালিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম জালাল উদ্দিন। খালিদের ছোট ভাই জাহিদ হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খালিদকে উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা করছেন। প্রচন্ড স্রোতের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। তবে চেষ্টা অব্যাহত আছে।
জানা যায়, খালিদ হাসান তাঁর ছোট ভাই জাহিদ হাসানকে নিয়ে বটিয়াঘাটা উপজেলার বাইনতলা গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। উভয়ে ট্রলারে করে রূপসা নদী পার হচ্ছিলেন। ট্রলারটি পূর্ব রূপসা ঘাট এলাকায় পৌঁছালে পন্টুনে উঠতে গিয়ে পা পিছলে খালিদ হাসান নদীতে পড়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি পরও তাঁর সন্ধান মেলেনি।
কোস্টগার্ড পশ্চিম জোন রূপসা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মজিবুর রহমান বলেন, ‘নিখোঁজের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত আছে।’
রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) মো. লিয়াকত আলী জানান, বিষয়টি তিনি শুনেছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
ঘাটে চলাচলকারীদের অভিযোগ, পূর্ব ও পশ্চিম রূপসাঘাটে নতুন স্থাপিত পন্টুন অতিরিক্ত উঁচু হওয়ায় যাত্রীরা ট্রলার থেকে ওঠানামা করতে চরম দুর্ভোগের শিকার হয়। মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে।