চাঁদপুরে লঞ্চ চলাচল স্বাভাবিক
২৫ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুরে লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আবহাওয়া অফিস জেলায় বিপদসংকেত ৭ নম্বর থেকে নামিয়ে ৩ নম্বর সতর্কসংকেত জারি করায় এ ঘোষণা দেওয়া হয়।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ৭ নম্বর নৌ-বিপদসংকেত জারি করায় জেলার সব নৌরুটসহ অভ্যন্তরীণ রুটে গতকাল সকাল ৭টা থেকে নৌযান চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিএ কাল দুপুর ১২টা থেকে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটেও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।
বিআইডাব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আজ সকালে চাঁদপুরে ৭ নম্বর থেকে নামিয়ে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। তাই প্রায় ২৫ ঘণ্টা পর আজ সকাল ৯টা থেকে চাঁদপুরের সব নৌ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।