বাড়ি ফেরা হলো না রফিকুলের

খুলনায় বেসরকারি সংস্থা (এনজিও) ‘আশা’য় কাজ করতেন রফিকুল ইসলাম (৩৮)। আজ রোববার ছুটি নিয়েছিলেন। ছুটি নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর। মোটরসাইকেলে রওনাও দিয়েছিলেন। ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পড়ে যাওয়ার পর একটি ট্রাক রফিকুলকে চাপা দেয়।
ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম। আজ রোববার রাতে খুলনা-সাতক্ষীরা সড়কের জিলেরডাঙ্গা এলাকার নিঝুমপুর আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম (৩৮) ডুমুরিয়া উপজেলা আশার সহকারী ব্যবস্থাপক ছিলেন।
দুর্ঘটনার পরই ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রফিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইক ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান। তখন একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে রফিকুলের সহকর্মী মো. রবিউল ইসলাম জানান, রফিকুল খালিশপুরে বসবাস করেন। আজ অফিস থেকে ছুটি নিয়েছিলেন। গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর সড়কের দুই দিকে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।