৩ নারীকে বিএসএফের হস্তান্তর

অবৈধভাবে ভারতে গিয়ে আটক তিন নারীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁদের হস্তান্তর করা হয়। বিজিবি তাঁদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী জানান, ভারত সীমান্তে আটক তিন নারীকে বিএসএফ সদস্যরা গতকাল রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্টে বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে।
আইয়ুব আলী আরো জানান, ভালো কাজের সন্ধানে ওই নারীরা দালালের মাধ্যমে অবৈধভাবে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানকার হরিদাসপুর সীমান্তে বিএসএফ সদস্যদের হাতে আটক হন তাঁরা। পরে মানবিক কারণে ভারতীয় পুলিশের হাতে তুলে না দিয়ে বিজিবি সদস্যদের কাছে ফেরত দেয় বিএসএফ। বিজিবি তাঁদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।