যোগ্য নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

ভালোভাবে পড়ালেখা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আইজিপি বলেন, চেষ্টা ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়ালেখা করলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
আজ শুক্রবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড় কলিকাতা গ্রামে নিজের প্রতিষ্ঠিত মজিদ জরিনা স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও মজিদ জরিনা ফাউন্ডেশন মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি বেগম শামসুন্নাহার রহমান, শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হক বেপারী।
অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেওয়া হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বেলা ১১টায় স্কুলের জেএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ শেষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন আইজিপি।