মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনা নেই : আশরাফ
বিএনপির প্রবল দাবি থাকলেও মধ্যবর্তী নির্বাচনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে, যে কোনো সময় সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার ক্ষমতা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর আছে বলেও জানান তিনি।urgentPhoto
আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফ এসব কথা বলেন। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ৪০ দিনব্যাপী কর্মসূচির শুরুর দিনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় দলের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও। বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স মসজিদে এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের নেতা-কর্মীরা।
শ্রদ্ধা নিবেদনের পর সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট দিনটিতে জন্মদিন পালন না করার অনুরোধ জানিয়ে বলেন, বিলেতের রানি জনগণের কথা বুঝে, তাদের দুঃখ-কষ্ট বুঝে শীতদিনে জন্মদিন পালন না করে গ্রীষ্মে পালন করেন। খালেদা জিয়ার জন্মদিন সত্যিকার অর্থেই যদি ১৫ আগস্ট হয়-ই, তাহলে উনি ১৬ তারিখ কেক কাটলেই হয়। কেন ১৫ তারিখেই কাটতে হবে? এটা তো একটা ডিসেন্সির ব্যাপার। এই মানবিক গুণ যদি খালেদা জিয়ার না থাকে তাহলে তা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক।’
মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে সৈয়দ আশরাফুল ইসলাম সংবিধানে সরকারপ্রধানের ক্ষমতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) চাইলে সেটা করতেও পারেন, না-ও পারেন। নির্দিষ্ট সময়ের পরেই, পাঁচ বছর সময়ের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
এর আগে শোকের মাসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পাশাপাশি মোমবাতি প্রজ্বালনের মধ্যদিয়ে আওয়ামী লীগের ৪০ দিনের কর্মসূচি শুরু হয়।