মোড়েলগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোড়েলগঞ্জে মানছুর শেখ (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর বাজারের কালামের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মানছুর বৈলপুর গ্রামের বাসিন্দা। তিনি রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন বলে জানা গেছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, নিহত মানছুর শেখ একজন চিহ্নিত অপরাধী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৬টির মতো মামলা রয়েছে। এ ছাড়া তিনি একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে বলে ওসি জানান।