শৃঙ্খলা রক্ষা নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে পাল্টাপাল্টি মারধর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/11/02/photo-1509634288.jpg)
বান্দরবানে ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রায় শৃঙ্খলা রক্ষা নিয়ে দুই নেতাকে পাল্টাপাল্টি মারধর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংয়ের বড় ছেলে ও বান্দরবান জেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন। এ ঘটনায় আজ বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের রাস্তায় সংবর্ধনা সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। রবিন বাহাদুরকে বান্দরবান শহরের প্রবেশ পথ সুয়ালক থেকে বরণ করে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে বান্দরবান শহরে নিয়ে আসেন নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেল শোভাযাত্রায় শৃঙ্খলা রক্ষা নিয়ে জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবিদ হাসান ফাহিমের সঙ্গে সদস্য সাইফুল ইসলাম আকাশের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সংবর্ধনা অনুষ্ঠানের পর সন্ধ্যায় আকাশকে থাপ্পর মারেন আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফাহিম। পরে রাজারমাঠে আকাশের সহপাঠীরা ফাহিমকে মারধর করেন।
এরপর রাজারমাঠ ও মেম্বারপাড়া ছাত্রলীগের দুটি পক্ষ দলবল নিয়ে পাল্টা হামলার জন্য জড়ো হয়। কিন্তু পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দলীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন সিনিয়র নেতারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সহসভাপতি আশীষ বড়–য়া জানান, ছাত্রলীগের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। এটি ভুল বোঝাবুঝি মাত্র। তবে সিনিয়রদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়েছে।
যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকউল্লাহ জানান, ছাত্রলীগের অপ্রীতিকর ঘটনার কারণে বান্দরবানের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।