বান্দরবানে পুলিশের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/11/02/photo-1509634513.jpg)
পুলিশের বাধার মুখে সমাবেশ করতে না পেরে বান্দরবান শহরের মেম্বারপাড়ায় দলের অস্থায়ী কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
বান্দরবান জেলা শহরে পুলিশের বাধায় সমাবেশ করতে পারিনি বিএনপি। পুলিশ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে বান্দরবানে বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা মেম্বারপাড়ায় বিএনপির অস্থায়ী কার্যালয় এবং পূরবী হোটেলের সামনের মোড়ে জড়ো হয়। কিন্তু পুলিশ দুটি স্থান ঘেরাও করে ধাওয়া দিয়ে এবং লাঠিপেটা করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
আটক দুজন হলেন যুবদল নেতা মো. শহিদুর রহমান ও ছাত্রদল নেতা মো. রুবেল। পরে নেতাকর্মীরা আবারও জড়ো হয়ে ব্যানার নিয়ে বাজারে সমাবেশ করতে চাইলে পুলিশ সেখানেও বাধা দেয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা অভিযোগ করে বলেন, পুলিশ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। একটি গণন্ত্রান্ত্রিক দেশে পুলিশের এ ধরনের আচরণ ঠিক নয়।