জয়পুরহাট বিএনপি সভাপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

জয়পুরহাটে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানকে পাঁচদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম বিএনপি নেতা মোজাহার আলীর ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করেন। শুনানি শেষে বিকেলে বিচারক তাজুল ইসলাম মিঞা মোজাহারকে পাঁচদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
নাশকতার এ মামলায় গত ২৭ জুলাই দুপুরে মোজাহার আলী প্রধান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২২ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের মুক্তমঞ্চে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যাচেষ্টার অভিযোগে মোজাহার আলীকে প্রধান আসামি করে ২৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। মামলার বাদী হন জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আজম আলী।