বাগেরহাটে যাত্রীবাহী বাস পুকুরে, দুজনের লাশ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলার বকুলতলায় একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বকুলতলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খাঁন আবু বক্কর সিদ্দিক ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির জানান, খুলনা থেকে বাগেরহাট হয়ে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বকুলতলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে বাগেরহাট সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীসহ মোটর শ্রমিক নেতারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মী ও মোটর শ্রমিক নেতারা উদ্ধার অভিযান শুরু করেন। তলিয়ে যাওয়া বাস থেকে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।