বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদের দুই সদস্য কারাগারে
বান্দরবানে চাঁদাবাজির একটি মামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে ওই দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের একজন বিচারক।
সাজা পাওয়া দুজন হলেন বান্দরবানে জেলা সদরের ক্যচিং মারমার ছেলে রবিন মারমা (২৮) ও অংচিং মারমার ছেলে উক্যচাই মারমা (২৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলঅর বালাঘাটার বাসিন্দা চন্দ্র কুমার নাথের দায়ের করা চাঁদাবাজির মামলায় পুলিশ জেলা শহরের মধ্যমপাড়া-উজানীপাড়ায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুজনকে আটক করে। পরে আজ শনিবার আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানো হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন জানান, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ছিল। এ ছাড়াও তাঁদের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল ও যানবাহনের কাছ থেকে চাঁদা আদায়সহ অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ আছে।