চট্টগ্রামে ভবনধসে একজনের মৃত্যু

চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা শিল্প এলাকায় একটি সাবান কোম্পানির গুদামের দেয়াল ও ছাদধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টার দিকে বন্দরনগরীর বিসিক শিল্প এলাকায় গুদামের পুরাতন ভবন ভাঙ্গার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রূপালী সোপ ফ্যাক্টরির পুরোনো ভবন ভাঙ্গার সময় বিকট শব্দে ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়ে। এ সময় পাশের গুদামের দুই দারোয়ানসহ চারজন দেয়াল ও ছাদের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে মনজুরুল আলম মজু (৫৫) চমেক হাসপাতালে নেওয়ার পর মারা যান।
গুরুতর অবস্থায় আবদুর শুক্কুর নামে আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১০ গাড়ি ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। দেয়ালচাপায় আহত দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু জানান, দেয়ালধসে আহত দুজনকে লোকজন সরিয়ে নিয়েছে। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার করা দুজনের মধ্যে হাসপাতালে একজন মারা গেছেন।
পরিত্যক্ত ভবনের বড় ছাদটি ম্যানুয়েল পদ্ধতিতে ভাঙার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।