মহাসড়কে চলছে ফিটনেসবিহীন যান

নিষেধাজ্ঞার ফলে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্বল্প দূরত্বের যাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলছে অবাধে। প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়তই ঝুঁকিপূর্ণ এই যানবাহন চলাচল করলেও তা যেন দেখার কেউ নেই। এ ছাড়া আজ বৃহস্পতিবার থেকে জেলা পর্যায়ের বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরুর কথা থাকলেও মহাসড়কে তা দেখা যায়নি।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে হাটিকুমরুল রোড পর্যন্ত সরেজমিন দেখা গেছে, রাস্তায় অবাধে চলছে ফিটনেসবিহীন যানবাহন। এ ছাড়া সিরাজগঞ্জ থেকে রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুরের রুটেও চলছে ফিটনেসবিহীন যান। পাশাপাশি মহাসড়কে তিন চাকার যানবাহন না থাকার সুযোগে ওই সব যানে ভাড়াও বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে যাত্রীদের।
যাত্রীরা জানান, চলাচলের জন্য আর কোনো বাহন না থাকায় ফিটনেসবিহীন যানবাহনেই তাদের চড়তে হচ্ছে। এ ছাড়া আর কোনো উপায় নেই। আর চালকদের দাবি, মালিকরা তাদের গাড়ির মেরামতসহ অন্যান্য কাজ করতে চায় না। তারা জীবিকার দায়ে এ রকম ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চালাতে বাধ্য হচ্ছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ইমদাদুল হক জানান, গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ১৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ কোনো আদালত বসেনি। তবে ফিটনেসবিহীন যান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে।