মহাসড়কের পাশে মিলল দুই অজ্ঞাত মরদেহ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ মে) সকাল ও দুপুরে রেডিও কলোনি ও সিএন্ডবি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে রেডিও কলোনি এলাকায় বাংলাদেশ বেতারের দেয়ালের পাশে ময়লার স্তূপে পড়ে থাকা পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। নিহত ব্যক্তির কপাল ও বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
এর আগে, সকাল ১০টার দিকে একই মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসীর ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের শিকার হয়ে তারা প্রাণ হারিয়ে থাকতে পারেন।
ওসি জুয়েল মিঞা জানান, উদ্ধারকৃত দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।