মোংলায় কীটনাশক বহনের দায়ে কারাদণ্ড, জরিমানা

বাগেরহাটের মোংলায় বেআইনিভাবে কীটনাশক বহনের অভিযোগে একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুজনকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম এ আদেশ দেন।
পুলিশ জানায়, জরিমানা ও কারাদণ্ড পাওয়া তিন যুবক সুন্দরবনে মাছ শিকারের জন্য কীটনাশক বহন করছিলেন। তাঁরা হলেন মো. এনামুল (৩৫), সুমন (৩০) ও জামাল উদ্দিন (৩২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন শরীফ ও উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম গতকাল সোমবার রাতে চিলা ব্রিজের পাশ থেকে কীটনাশক বহনকারী তিনজনকে আটক করে। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে চার বোতল কীটনাশক উদ্ধার করা হয়। পরে আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত জামাল উদ্দিনকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেন এবং এনামুল এবং সুমনকে এক হাজার টাকা করে জরিমানা করেন। দীর্ঘদিন ধরে জামাল উদ্দিন কীটনাশক প্রয়োগ করে সুন্দরবনের বিভিন্ন নদী-খাল থেকে মাছ শিকার ও কীটনাশকের ব্যবহারের বিষয়ে স্বীকারোক্তি দেওয়ায় এবং তথ্য-প্রমাণিত হওয়ায় শুধু তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।