ক্যাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ের ললাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনারগাঁয়ের নাওভিটা এলাকার তাছলিমা (৩৫) এবং রূপগঞ্জের নোয়াপাড়া এলাকার বাতেন (২৮)।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের এনটিভি অনলাইনকে জানান, মোটরসাইকেল আরোহীরা রূপগঞ্জ থেকে সোনারগাঁওয়ের দিকে যাচ্ছিল। ললাটি এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেলটি সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
চালক পালিয়ে গেলেও এলাকাবাসী কাভার্ডভ্যানটি আটক করে পুলিশে দিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।