কৃষককে পিষে মারল হাতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/12/01/photo-1512121056.jpg)
বান্দরবানের সদর উপজেলায় বন্যহাতির পায়ের নিচে চাপা পড়ে কামাল উদ্দিন (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোররাতে উপজেলার টংকাবতী ইউনয়নে কালাগইন্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামাল কালাগইন্যা গ্রামের আবদুল আলীর ছেলে।
টংকাবতী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আব্বাস জানান, ভোররাতে গ্রামে বন্যহাতির দল তাণ্ডব চালায়। জমির ধান খাওয়ার সময় হাতিগুলোকে তাড়াতে যান কামাল। এ সময় হাতিগুলো তাঁর দিকে তেড়ে আসে। তখন পালাতে গিয়ে মাটিতে পড়ে গেলে হাতির পায়ের চাপায় মৃত্যু হয় কামালের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন জানান, বন্যহাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন। লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।