শিশু-কিশোরদের নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

দেশে শিশু-কিশোরদের ওপর নির্যাতন, বর্বরতা ও হত্যা প্রতিবাদ এবং এসব বন্ধের দাবিতে সিরাজগঞ্জে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। জেলা শিশু-কিশোর মেলা ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে এর আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, ‘দেশে বর্তমানে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও শিশু-কিশোরদের ওপর অমানুষিক নির্যাতন চালানোর ঘটনা প্রকাশ পাচ্ছে। আমরা নিরাপদে বাঁচতে চাই এবং সুস্থ সুন্দর সমাজে বসবাস করতে চাই।’
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার, ইকবাল হাসান, ছাত্রনেতা সবুজ খন্দকার প্রমুখ।