মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের কৃষক মাসুদ রানা (৩০) বাড়ির অদূরবর্তী একটি বৈদ্যুতিক সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি গ্রামের আবুল খায়েরের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির কাছে অবস্থিত নিজের বৈদ্যুতিক সেচপাম্প মেরামত করছিলেন মাসুদ রানাসহ কয়েকজন প্রতিবেশী। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়।