নেত্রকোনায় বিদ্যুৎ পেলেন ২৩২ গ্রাহক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/08/photo-1439054083.jpg)
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একটি গ্রামে ২৩২ গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় হোগলা ইউনিয়নের পূর্ব ভিকুনিয়া গ্রামের এসব গ্রাহকের মাঝে এ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বিদ্যুতায়নের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।
পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, ৩৬ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে ৩ দশমিক শূন্য ৭৯ কিলোমিটার এ বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সেচসুবিধা সৃষ্টিতে প্রথম পর্যায়ে ২৩২ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে।
বিদ্যুতায়ন উদ্বোধনের আগে হোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, নেত্রকোনা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. মজিবর রহমান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান প্রমুখ।