পার্বত্য অঞ্চলের মানুষ দেশের জন্য বোঝা নয় : বীর বাহাদুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/12/09/photo-1512834640.jpg)
পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিচুক্তির সুফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষ দেশের জন্য বোঝা নয়, সম্পদ। সেটি আমরা ধীরে ধীরে প্রমাণ করেছি।’
আজ শনিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারায় টেকনিক্যাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বীর বাহাদুর।
ষড়যন্ত্রে নয়, তিনি কাজে বিশ্বাস করেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি কাজ করতে ভালোবাসি। নির্বাচনে জনগণ যোগ্যতার মূল্যায়ন করবে। ভোটের ব্যালটের মাধ্যমে জনগণ যোগ্য ব্যক্তিকে খুঁজে নেবে।’
পার্বত্য শান্তিচুক্তির আগে তিন পার্বত্য জেলায় মাত্র ৫০ কিলোমিটার পাকা সড়ক ছিল উল্লেখ করে বীর বাহাদুর জানান, বর্তমানে সেখানে ১৫০০ কিলোমিটার সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে। হাতে গোনা তিন থেকে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থানে পার্বত্যাঞ্চলে গড়ে তোলা হয়েছে ৪৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবায় গড়ে উঠেছে ২৫টি হাসপাতালসহ অসংখ্য কমিউনিটি ক্লিনিক।
পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, তাঁর মন্ত্রণালয়ের অধীনে চলতি অর্থবছরে এক হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য ২১টি মন্ত্রণালয়ের অধীনে তিন জেলায় প্রায় নয় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সরওয়ার কামাল, সদর ইউপির চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।