মোংলায় চা বিক্রেতাকে কুপিয়ে আহত

মোংলার দিগরাজে এক চা বিক্রেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আল-আমিন (২৮)। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আল-আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তার ওপর ফেলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় আল-আমিনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আল-আমিনকে উদ্ধার করে দিগরাজ বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পর রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়।
আহতের বাবা তোতা মিয়া অভিযোগ করে বলেন, রামপালের ফয়লা এলাকার আলামিন, মোংলার দিগরাজের সুব্রত ও বিদ্যারবাহন গ্রামের অচিন্ত সন্ধ্যায় তাঁদের বাড়িতে গিয়ে আল-আমিনকে ডেকে নেয়। এ সময় আল-আমিন বাড়ির গেটে আসামাত্রই ওই তিনজন তাঁকে টেনেহিঁচড়ে রাস্তার ওপর ফেলে কুপিয়ে জখম করে। হামলাকারীরা আল-আমিনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ছয়টি কোপ দিয়েছে।
কী কারণে ছেলের ওপর হামলা করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানেন না বলেও জানান তোতা মিয়া।
এ ব্যাপারে মোংলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন বলেন, আল-আমিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।