পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান কারাগারে

নাশকতার মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুর ১টায় জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আব্দুল্লাহ আল আমীন ভূইয়া তা নামঞ্জুর করে মোস্তাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, মোস্তাফিজুর রহমান নাশকতার মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের বাসিন্দা।