নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলো না ছাত্র রায়হানের

নতুন বই নিয়ে বাড়ি ফিরতে পারল না অষ্টম শ্রেণির ছাত্র রায়হান। আজ সোমবার খুলনার কয়রার বামিয়া সরদার বাড়ির মোড়ে ইটভর্তি ট্রলির ধাক্কায় তার মৃত্যু হয়। এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল সে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্কুল থেকে বই নিয়ে বাইসাইকেলে করে রায়হান বাড়ি ফিরছিল। পথে তার বাইসাইকেলকে ধাক্কা দেয় ইটভর্তি ট্রলি। ঘটনাস্থলে রায়হান জ্ঞান হারিয়ে ফেলে। প্রথমে কয়রা স্বাস্থ কমপ্লেক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। রায়হান উপজেলার বামিয়া গ্রামের রবিউল ইসলাম সরদারের ছেলে।
রায়হানের মৃত্যুর খবর বিদ্যালয়ে পৌঁছালে প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সদস্য, শিক্ষক, ছাত্রছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কয়রা থানা পুলিশ পাইকগাছা উপজেলার চাদখালি গ্রামের ট্রলিচালক আল মামুনকে (১৯) আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। খবর পেয়ে কয়রা উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়হানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এইচ,এম নজরুল ইসলাম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরৎ চন্দ্র সরদার, বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ গাজী, সদস্য মো. কামরুল ইসলাম, আছাদুল হক।