মুক্তিপণে ছাড়া পেলেন তিন জেলে, আরো জিম্মি ৯

সুন্দরবনে অপহরণের ১০ দিন পর মুক্তিপণ দিয়ে দস্যুদের হাত থেকে ফিরে এসেছেন তিন জেলে। এঁদের মধ্যে বাগেরহাটের মোংলা উপজেলার সোনাখালী গ্রামের জেলে জাহাঙ্গীর মোল্লা রয়েছেন। বাকি দুজনের নাম পরিচয় জানা যায়নি।
দস্যু বাহিনীর কাছে অন্তত নয়জন জেলে জিম্মি রয়েছে বলে জানিয়েছেন জেলে-মহাজনেরা।
জেলে-মহাজন সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর রাত আড়াইটার দিকে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় কাকড়া ধরা জেলেদের ওপর হামলা চালায় বনদস্যু মোশারেফ বাহিনী। এ সময় দস্যুরা ১৪টি নৌকার প্রতিটি থেকে একজন করে মোট ১৪ জন জেলেকে অপহরণ করে নিয়ে যান। দস্যুরা অপহরণের পাশাপাশি বিভিন্ন নৌকা থেকে মালামাল লুটে নেয়। অপহরণের ১০ দিন পর সোমবার জাহাঙ্গীরের পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে দস্যু বাহিনীকে ৩৫ হাজার টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ফিরে আসা জাহাঙ্গীর জানান, তাঁর সঙ্গে আরো দুই জেলে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। তবে তাঁরা ভিন্ন ভিন্ন এলাকার হওয়ায় তাঁদের নাম পরিচয় জানাতে পারেননি। বাকি নয়জন জিম্মি জেলের বাড়ি বাগেরহাটের রামপাল, খুলনার দাকোপ ও পাইকগাছা এলাকায়। মুক্তিপণ আদায় না হওয়া পর্যন্ত না খাইয়ে রেখে তাঁদের ওপর দফায় দফায় নির্যাতন করা হতো বলে জানান জাহাঙ্গীর।
এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বলেন, দস্যু দমন ও অপহৃত জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে।