বিয়ের দাওয়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইভিকরা এলাকায় ধলেশ্বরী নদীতে ডুবে মামুন শেখ (১০) নামের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার বিকেলে শিশুটির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে বেলা ১১টার দিকে নিখোঁজ হয় শিশুটি। শিশুটি রাজবাড়ি সদর উপজেলার বাঘিয়া গ্রামের আইজুদ্দিন শেখের ছেলে।
স্বজন ও স্থানীয় লোকজন জানায়, বাড়ইভিকরা এলাকার দোয়াত আলীর শ্যালক আইজুদ্দিন। দোয়াত আলীর মেয়ের বিয়ের দাওয়াতে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে আসেন আইজুদ্দিন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ ছেলে মামুন নিখোঁজ হয়। স্বজনরা আশপাশে খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। বিকেল সোয়া ৪টার দিকে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে তারা।
ফায়ার সার্ভিসের ঢাকা সদর দপ্তরের ডুবুরি দলের স্টেশন কর্মকর্তা রাউফুজ্জামান জানান, ধলেশ্বরী নদীর ওই এলাকা থেকেই শিশুটির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে, স্বজনরা আইনি প্রক্রিয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করলে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।