ফেনসিডিল কিনতে গিয়ে যুবক খুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/15/photo-1439648819.jpg)
যশোর উপশহর পার্ক এলাকা থেকে সোহাগ (২৮) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোহাগের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। তবে আটক হাসান কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা।
যশোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ভাস্কর সাহা এনটিভি অনলাইনকে জানান, সকালে তিনি জানতে পারেন কিসমত নওয়াপাড়া এলাকার জনৈক কুদ্দুসের বাড়ির সামনে রক্ত ও এক জোড়া স্যান্ডেল পড়ে আছে। খবর পেয়ে তিনি ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কিছু পাননি।
পরে দুপুরে কুদ্দুসের ছেলে হাসানকে আটক করা হয়। হাসানের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়।
হাসানের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সোহাগ তাঁদের কাছে ফেনসিডিল কিনতে যায়। এ সময় হাসান ও তাঁর সহযোগীরা দেখে সোহাগের কাছে ৫০০ টাকার অনেকগুলো নোট রয়েছে। এ সময় তাঁরা সোহাগকে ঘরের ভেতর ঢুকতে বললে সে রাজি হয়নি। একপর্যায়ে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী এনটিভি অনলাইনকে জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।