অভয়নগরে নারীর লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/15/photo-1439653378.jpg)
লাশ উদ্ধারের খবর শুনে আজ শনিবার যশোরের অভয়নগর থানার সামনে লোকজনের ভিড়। ছবি : এনটিভি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বউবাজার এলাকার একটি পুকুরের পাশ থেকে আজ শনিবার দুপুরে মাসুরা বেগম (৪৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, স্বামী পরিত্যক্তা মাসুরা বেগমের বাড়ি বউবাজার এলাকাতেই।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আজ পুকুরের পাশে পানি যাতায়াতের পথে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।