ফেনীতে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী নিহত

ফেনীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী ও এইচএসসি পরীক্ষার্থী শাকিল নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফেনী শহরের পাছগাছিয়া রোডের জহিরিয়া মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে শাকিল ফেনী শহরের পাছগাছিয়া রোডের জহিরিয়া মসজিদের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন দুর্বৃত্তরা অতর্কিত তাঁর ওপর হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টায় সে মারা যায়।
নিহত শাকিল ফেনীর জয়নাল হাজারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। সে কুমিল্লার গুণবতী এলাকার হুমায়ুন কবিরের ছেলে। ফেনী শহরের রামপুর এলাকায় সপরিবারে বসবাস করত।
শাকিলের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান শাকিলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার সকালে ফেনী সদর হাসপাতাল মর্গে শাকিলের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অসিম কুমার সাহা।