তিন প্রেমিকার কাণ্ড!

যশোরে তিন কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে এক প্রেমিককে পিটুনি দিয়েছেন স্থানীয় যুবকরা। আজ রোববার বিকেলে শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সামনে থেকে ওই প্রেমিককে উদ্ধার করে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন জানান, মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের তবিবর রহমান একসঙ্গে তিন কলেজছাত্রীর সঙ্গে প্রেম করতেন। বিষয়টি জানাজানি হওয়ায় প্রেমিকারা জোট বেঁধে বিষয়টি স্থানীয় কয়েকজন যুবককে জানান। আজ বিকেলে তবিবর প্রেমিকাদের মধ্যে একজনের সঙ্গে দেখা করতে যশোর শহরে এলে সেখানে উপস্থিত লোকজন তাঁকে পিটুনি দেয়। পরে তবিবর ডা. আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষের কাছে সহযোগিতা চান। অধ্যক্ষ পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এএসআই কলেজছাত্রীদের বরাত দিয়ে জানান, ফেসবুকের মাধ্যমে যশোর শহরের বারান্দীপাড়া এলাকার এক তরুণীর সঙ্গে তবিবরের বন্ধুত্ব হয়। পরে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু প্রেমিকা নানা ছলচাতুরির আশ্রয় নেন। পরে ওই তরুণীর এক খালাতো বোনের সঙ্গেও তবিবরের পরিচয় হয়। তাঁকেও তিনি বিয়ের প্রস্তাব দেন। একই সূত্রে ওই দুই তরুণীর আরেক বান্ধবীর সঙ্গে পরিচয় হয় তবিবরের। আজ রোববার ওই তিন তরুণী পরিকল্পিতভাবে তাঁকে শহরে ডেকে আনেন।
তবে তবিবর দাবি করেছেন, ‘আমি একজনের সঙ্গে প্রেম করেছি। তাঁকে বিয়েরও প্রস্তাব দিয়েছি। কিন্তু তিনজনে একত্রিত হয়ে আমাকে ফাঁসিয়েছেন।’
তরুণীদের দুজন যশোর সরকারি মহিলা কলেজ ও একজন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে লেখাপড়া করেন।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন জানান, তিন তরুণীর অভিযোগের ভিত্তিতে তবিবরকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।