নিখোঁজের তিন দিনপর আশুগঞ্জে শিশুর লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/16/photo-1439744218.jpg)
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খালে শিশুর লাশ দেখতে লোকজনের ভিড়। ছবি : এনটিভি
নিখোঁজের তিন দিনপর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
নিহত শিশুর নিকটাত্মীয় রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার সকাল ১০টায় জনি নামের ওই শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও জনির কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খালে পথচারীরা শিশুর লাশ খালে পড়ে থাকতে দেখে জনির মাকে খবর দেয়। জনির মা লাশ শনাক্ত করে।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ জনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
তবে পুলিশ এ বিষয়ে জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো কিছু মন্তব্য করা ঠিক হবে না।