ধলেশ্বরী থেকে নিখোঁজ প্রবীণের লাশ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার চর মকিমপুর গ্রামের নিখোঁজ ফালু বেপারীর (৬৮) লাশ তাঁরই বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর ভাসমান লাশ উদ্ধার করে।
এর আগে ফালু বেপারী গতকাল শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। তিনি ওই গ্রামেরই মৃত শহর আলীর ছেলে। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে, ময়নাতদন্তের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
স্বজন ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের খাবার খেয়ে ফালু বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। স্বজনেরা সম্ভাব্যস্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ রোববার সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করলে স্বজনেরা পরিচয় নিশ্চিত করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।