ভারতীয় সীমান্তে গুলিতে যুবক আহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচরা সীমান্তে আজ সোমবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তের ভেতর থেকে ছোঁড়া গুলিতে সুমন (২৫) নামের বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সুমন চেঁচরা গ্রামের বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ভারতীয় সীমান্তের ভেতর থেকে চোরাকারবারিরা বিজিবির উদ্দেশে গুলি ছুঁড়েছে। সে গুলিতে আহত হয়েছেন সুমন। তবে বিজিবি সদস্যরা অক্ষত আছেন।
এ ব্যাপারে জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে পাঁচবিবির চেঁচরা সীমান্ত এলাকার ৫ নম্বর সাব-পিলারের কাছে চোরাকারবারিরা ভারতের পণ্য বাংলাদেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা চালায়। ওই সময় সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা বাধা দিলে চোরকারবারিরা ভারতের ভেতর থেকে বিজিবি সদস্যদের লক্ষ্য করে পিস্তলের গুলি ছোঁড়ে। ওই গুলিতে সীমান্তবর্তী গ্রামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে ভারতে পালিয়ে থাকা ওই চোরকারবারিকে আটক করে বিজিবির কাছে সোপর্দের আহ্বান জানানো হয়েছে।