কোটচাঁদপুরের চেয়ারম্যান জামায়াত নেত্রী আটক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নেত্রী নাজমা বেগমকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ সময় ১২টি বোমা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ খবর নিশ্চিত করেছেন।
ওসির দেওয়া তথ্য মতে, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি নাজমা বেগমকে উপজেলা শহরের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ সময় তাঁর বাড়ি তল্লাশি করে ১২টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ওসি।
আটক নাজমা বেগমের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে জানিয়েছেন বিপ্লব কুমার।