নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির মানববন্ধন

যশোরে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন করা হয়। ছবি: এনটিভি
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে যশোরে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আজ মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম চৌধুরী, সাবেক সহ সভাপতি রুহুল আমিন, সদস্য সচিব মিনহাজুল আরেফিনসহ জেলা যুব সংহতির বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি সমাবেশেরও আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশুদের ওপর যারা নির্যাতন করছে, তাদের ধরে কঠোর শাস্তি নিশ্চিত করতে না পারলে এ নির্যাতন প্রতিরোধ করা যাবে না। এ ব্যাপারে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির নেতারা।