বরিশালে নৌকা ডুবে দিনমজুর নিখোঁজ

বরিশালের মুলাদী উপজেলায় পাটবোঝাই নৌকা ডুবে এক দিনমজুর নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াভাঙ্গুলি নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নৌকাটিতে মাঝিসহ সাতজন আরোহী ছিল। এদের মধ্যে ছয়জন তীরে উঠতে সক্ষম হয়। নিখোঁজ সালাম সরদার (৪০) মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরাবাদ গ্রামের চান্দু সরদারের ছেলে।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান মাসুদ জানান, কাজিরাবাদ থেকে পাট নিয়ে মুলাদীর খাসেরহাটে যাচ্ছিল নৌকাটি। কাডাখালী খাল পার হয়ে নয়াভাঙ্গুলি নদীতে ঢুকতেই ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি চলছে বলে জানান এসআই মাসুদ।