বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১২ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার আজিজনগরের জসিম উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সকালে চট্টগ্রামের দিকে দুটি মাইক্রোবাস পরষ্পরের দিকে পাল্লা দিয়ে যাচ্ছিল। আজিজনগর এলাকায় একটি মাইক্রোবাস আরেকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি হয়।
এ সময় সংঘর্ষে ঘটনাস্থলেই তিন মাইক্রোবাসের আরোহী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো একজন।
আহতদের উদ্ধার করে লোহাগাড়া ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।