‘মুক্তিযুদ্ধ শেষ হয়নি, চলছে অর্থনৈতিক উন্নয়নের যুদ্ধ’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/22/photo-1440252436.jpg)
বাংলাদেশে মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ এখনো চলছে। অর্থনৈতিক উন্নয়নের এবং অর্থনৈতিক মুক্তির যুদ্ধ চলছে। অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা তাঁকে সহযোগিতা করছি।’
আজ শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম ওসমান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, সামিউল্লাহ মিলন, নগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে কালো পতাকা নিয়ে একটি শোকর্যালি বের করা হয়। র্যালিটি নগরীর ২ নম্বর গেটে আওয়ামী লীগ কার্যালয়ে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ ছাড়া শীতলক্ষ্যা নদীর তীরে বন্দর খেয়াঘাটের পাশে সরকার অনুমোদিত স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাইনবোর্ড স্থাপন করা হয়।