খুলনায় সিমেন্টের কাঁচামালবোঝাই কার্গো ডুবি

খুলনার রূপসা নদীতে সিমেন্টের কাঁচামালসহ একটি কার্গো জাহাজ ডুবে গেছে। কার্গোটির নাম ‘এমভি বিবি-১১৪৪’। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পণ্যবোঝাই এ কার্গোটি ডুবে যায়। তবে কার্গোডুবিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কার্গোটি ক্লিংকারবোঝাই করে রূপসা ব্রিজ সংলগ্ন সিমেন্ট উৎপাদন কারখানা সুনসিং কোম্পানিতে যাচ্ছিল, পথে এ দুর্ঘটনা ঘটে।
সুনসিং কোম্পানির ক্লিংকার সরবরাহকারী তুহিন হোসেন বলেন, কার্গোটি মোংলা থেকে সিমেন্টের কাঁচামাল নিয়ে সুনসিং কোম্পানিতে আসে বুধবার। কারখানার সামনে রূপসা নদীতে এটি নোঙরও করা ছিল। আজ দুপুর সোয়া ২টার দিকে বিকট শব্দে কার্গোর তলা ফেটে যায়। এরপর এটি ডুবতে শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে এটি পুরোটাই ডুবে যায়। কার্গোতে প্রায় এক হাজার ৩৫ মেট্রিকটন ক্লিংকার ছিল।
তুহিন হোসেন আরো বলেন, কার্গোটির মালিক নারায়ণগঞ্জের ব্যবসায়ী আলী হোসেন। তিনি সিমেন্ট ফ্যাক্টরিতে কাঁচামাল সরবরাহ করতেন।
এদিকে জাহাজডুবির ঘটনা শুনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রূপসা নদীতে সিমেন্টের ক্লিংকারবোঝাই একটি কার্গো ডুবির ঘটনা ঘটেছে। জাহাজটিতে প্রায় এক হাজার ৩৫ মেট্রিকটন সিমেন্টের কাঁচামাল ছিল।