ঢাকা থেকে ছুটির দরখাস্ত দিলেন ওএসডি চেয়ারম্যান

ঢাকায় থেকে ছুটির দরখাস্ত দিলেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াত। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান পদ ফিরে পেতে তিনি তদবির করতে সরকারি গাড়ি নিয়ে ঢাকায় গেছেন। এরপর সেখান থেকেই ছুটির দরখাস্ত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর।
তিনদিনের জন্য ছুটির আবেদনের ওই দরখাস্তের কপি দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, শিক্ষা বোর্ড সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সামশুল কালাম আজাদ জানান, ওএসডি হওয়া চেয়ারম্যান ড. আবুল হায়াত ২৩ আগস্টের তারিখ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনদিনের (২৩-২৫ আগস্ট) ছুটি চেয়েছেন। ওই দরখাস্তে তিনি ব্যক্তিগত কারণে ঢাকায় যাবেন বলে উল্লেখ করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তাঁর অনুপস্থিতিতে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের জরুরি কাজগুলো সম্পন্ন করবেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সামশুল কালাম আজাদ।
বোর্ডের নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাঁর পরবর্তী কর্মকর্তা হিসেবে সচিব দায়িত্ব পালন করেন। এখানে সেই নিয়মটিও লঙ্ঘন করে ওএসডি হওয়া চেয়ারম্যান আবুল হায়াত তাঁর পরিবর্তে দায়িত্ব দিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামশুল কালাম আজাদকে।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সামশুল কালাম আজাদ বলেন, ‘আমি মৌখিকভাবে সচিব স্যারকেই দায়িত্ব দিতে বলেছিলাম। কিন্তু চেয়ারম্যান স্যার আমাকেই দায়িত্ব দিয়েছেন। তবে তিনি তাঁর ক্ষমতাবলে এটি করতে পারেন।’
ব্যক্তিগত কাজে চেয়ারম্যান সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন কি না জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘তিনি এটি পারেন না। এটি শৃঙ্খলাভঙ্গের আওতায় পড়ে।’
ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ওএসডি চেয়ারম্যান আবুল হায়াত বলেন, ‘ওএসডি করা হলেও আমি এখনো রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছি। আর আমি যতদিন চেয়ারম্যানের দায়িত্বে আছি, ততদিন সব সুযোগ-সুবিধাই ভোগ করতে পারব। এখানে কারো কোনো প্রশ্ন তোলার নেই।’
গত ২০ আগস্ট রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াতকে ওএসডি করা হয়। এরপর তিনি দায়িত্বভার বুঝিয়ে না দিয়ে পদ ফিরে পেতে তদবিরের জন্য শনিবার সরকারি গাড়ি নিয়ে ঢাকায় যান বলে অভিযোগ করেছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।