ওএসডির পর রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এবার প্রত্যাহার

ওএসডি হওয়া রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতকে এবার প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে তাঁর কর্মস্থল ছেড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকায় যোগদান করতে বলা হয়। এ সময়ের মধ্যে তিনি বোর্ড চেয়ারম্যানের পদ না ছাড়লে সেটি এমনিতেই ফাঁকা হয়ে যাবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
গত সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
ওএসডি হওয়ার পরও গত শনিবার সকালে ড. আবুল হায়াত বোর্ডের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা সরকারি গাড়িটি নিয়ে ঢাকায় যান। সেখানে থেকে রোববার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনদিনের ছুটির আবেদন করেন। এতে তিনি ব্যক্তিগত কারণে ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ঢাকায় থাকবেন বলে উল্লেখ করেন।
এর আগে গত ২০ আগস্ট রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান আবুল হায়াতকে ওএসডি করা হয়। তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ উঠে। এসব অভিযোগের ভিত্তিতে নিয়োগ পাওয়ার পর মাত্র ছয় মাসের ব্যবধানেই তাঁকে বোর্ড চেয়ারম্যান পদটি হারাতে হলো। তিনি গত ১৯ ফেব্রুয়ারি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবুল কালাম আজাদ চেয়ারম্যান আবুল হায়াতকে প্রত্যাহারের কথা স্বীকার করলেও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শিক্ষা বোর্ডের অর্ডিন্যান্স অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত বোর্ডের সচিব অধ্যাপক আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ড. আবুল হায়াতের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।