খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর এভাবেই পড়ে ছিল বেলুন বিক্রেতা বাহাদুরের লাশ। ছবি : এনটিভি
খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত হয়েছে। আহত হয়েছে বেলুন ক্রেতা ও পথচারীসহ তিনজন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরের নীরালা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বেলুন বিক্রেতার নাম বাহাদুর। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিকেলে নিরালা আবাসিক এলাকায় মাঠের পাশে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন বাহাদুর। হঠাৎ বিস্ফোরণে এক হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই বাহাদুরের মৃত্যু হয়। আহত অপর তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।