ময়মনসিংহে বাস উল্টে ৪ জন নিহত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাগুণ্ডায় আজ সোমবার বাস উল্টে চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো চার যাত্রী।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা এনটিভি অনলাইকে জানান, সকাল ১০টার দিকে শেরপুর থেকে সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি বাগুণ্ডায় পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ময়মনসিংহের নাটকগলি রোডের খোকন মিয়ার ছেলে সাজু মিয়া (৩০) এবং অজ্ঞাতনামা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত পাঁচজন।
তারাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি বলে জানান ওসি।
আহতদের প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসযাত্রী ইন্তাজ আলী ও অজ্ঞাতনামা এক যাত্রীর মৃত্যু হয়। আহত অন্যরা হলেন খোকন মিয়া, মামুন, শারমিন (১০) ও খলিল মিয়া।