চট্টগ্রামে ২৭০ কেজি বিস্ফোরক উদ্ধার, আটক ১

চট্টগ্রামে ২৭০ কেজি বিস্ফোরক দ্রব্যসহ আটক ওমর ফারুক। ছবি : এনটিভি
চট্টগ্রামে ২৭০ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা। আজ সোমবার কর্ণফুলী থানাধীন উত্তর শিকলবাহা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় ওমর ফারুক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
র্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল মাহামুদ জানান, অভিযানের সময় প্রায় ২৭০ কেজি নিষিদ্ধ সালফার জাতীয় বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
আজ সোমবার বিকেলে নগরীর চান্দগাঁও র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেজর মো. জাহাঙ্গীর আলম। তিনি ওই অভিযানের নেতৃত্ব দেন।
মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। আটক ওমর ফারুক এসব বিস্ফোরক দ্রব্যের আমদানি সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি।